নিজস্ব প্রতিনিধি: প্রয়াত সংসদ সদস্য আবদুল মতিন খসরুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ছয় দিনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন কিনেছেন ৩৫ জন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই। তাতেই অংশ নেয়ার জন্য মতিন খসরুর স্ত্রী, ছোট ভাইসহ ৩৫ জন মনোনয়ন কিনেছেন।
তবে, অনেকেই বলছেন এত প্রার্থীর অনেককেই তারা আগে দেখেননি। কারও কারও ধারণা, ৩৫ জনেই থেমে থাকবে না মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা। ১০ জুন পর্যন্ত মনোনয়ন সংগ্রহের সময় থাকায় বাড়তে পারে আরও।
এত প্রার্থীর বিষয়ে বুড়িচং সদরের ব্যবসায়ী আসলাম বলেন, ‘আমরা বুড়িচংয়ের মানুষ কয়েকজনকে চিনি। তাদের ব্যানার, পোস্টার দেখতাছি। তবে বহুত প্রার্থীরে দেখতাছি পত্রিকা, ফেসবুকে। তারারে আগে কুনু সময় দেহি নাই। কইত্তে আইলে এত প্রার্থী?’
ব্রাহ্মণপাড়া টাটেরা এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘আগে বহুত প্রার্থীরে দেহি নাই। অহন নির্বাচন আইছে। হুনি কিতা হেতারার বাপ-দাদার বাড়ি নাকি ব্রাহ্মণপাড়ায়। হেছা কথা তাদের কেউরে এলাকায় আগে দেহি নাই।’
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী ও সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। যে কেউ প্রার্থী হতে পারে।’ এখানেও এটাই হচ্ছে।
গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আবদুল মতিন খসরুর মৃত্যু হয়। এরপর ২ জুন শূন্য ঘোষণা করা হয় তার নির্বাচনি আসন।
নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, এই আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই হবে ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দ ২৪ জুন ও ভোট হবে আগামী ১৪ জুলাই।
কারা এই ৩৫ মনোনয়ন সংগ্রহকারী:
মনোনয়ন সংগ্রহের প্রথম দিন ৪ জুন মনোনয়ন কেনেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক এস এম জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হেলেনা জাহাঙ্গীর, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রয়াত মতিন খসরুর ভাই আবদুল মমিন ফেরদৌস, মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ।
৫ জুন মনোনয়ন সংগ্রহ করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহেদুল আলম, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহিদা বেগম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য শাহ জালাল, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য আনিসুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ মতিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান এম এ জাহের।
৬ জুন মনোনয়ন সংগ্রহ করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাহতাব হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হাসান মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা (স্বাচিপ) নওশের আলম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল ও বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।
৭ জুন মনোনয়ন সংগ্রহ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুছ ছালাম বেগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসাহিত্য সম্পাদক মোহাম্মদ ফারুক আহাম্মদ ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম।
৮ জুন মনোনয়ন সংগ্রহ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া, বুড়িচং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ তরিকত উল্লাহ।
৯ জুন মনোনয়ন সংগ্রহ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন ও বুড়িচং উপজেলা যুবলীগের সদস্য এম এ জলিল ভূইয়া।