ক্রীড়া প্রতিবেদক: কোপা আমেরিকার পূর্বে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত চিলির কাছে ড্র করতে হয় আর্জেন্টিনাকে।
এবার কোপা আমেরিকাতেও হল একই ঘটনার পূনরাভৃত্তি। মেসির গোলে প্রথমে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচের ৩৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ৫৭ মিনিটে ভারগাস গোল করে সমতায় ফেরান চিলিকে। এরপর ম্যাচের বাকিটা সময়ে বেশ কয়েকটি আক্রমন করেও গোলের দেখা না পেলে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের। মেসি গোলের দেখা পেলেও জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট হতে হয় তাদের।