আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। আজ ১৬ জুন বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাইডেন-পুতিনের মধ্যকার বৈঠকের সম্ভাব্য ফলাফল কী হতে পারে, তা এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘টাইম’ সাময়িকী।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই জেনেভায় দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। দেশ দুটির মধ্যকার সম্পর্ক এখন একেবারে তলানিতে পৌঁছে গেছে বলে মনে করেন কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো চার্লস কুপচান।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, রাশিয়ায় বিরোধীদের ওপর জেল-জুলুম-নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে মস্কোর ওপর একাধিক দফায় নিষেধাজ্ঞা দিয়েছে। রাশিয়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতাকে হুমকিতে ফেলার অভিযোগ করেছে।
গত ২০১৮ সালের জুলাইয়ে ফিনল্যান্ডের হেলসিংকিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন পুতিন। সেই বৈঠকে পুতিনের সমালোচনা তো দূরের কথা, উল্টো মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেনি বলে ট্রাম্পই সাফাইমূলক কথা বলেন। টাইমের বিশ্লেষণে বলা হয়েছে, জেনেভায় বাইডেনের সঙ্গে পুতিনের কাল বুধবারের বৈঠকটি সন্দেহাতীতভাবে হেলসিংকির বৈঠকটির মতো হবে না। বরং এ বৈঠক বেশ ভিন্নই হবে। রাশিয়ার ব্যাপারে বাইডেনের অবস্থান কঠোর। ফলে তাঁর এ মনোভাবের বহিঃপ্রকাশ বৈঠকে পড়তে পারে।
সংবাদটি শেয়ার করুন