মোহাম্মদ আলাউদ্দিন: কুমিল্লার নাঙ্গলকোটে কেক কেটে অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রা’র ৯ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৫টায় নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন।
প্রেসক্লাব সদস্য রবিউল হোসেন রাজুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সাপ্তাহিক অগ্রযাত্রার স্টাফ রিপোর্টার নাঈম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য- রতন মজুমদার, সাফায়েত উল্লাহ মিয়াজী, তাজুল ইসলাম মিয়াজী, হুমায়ন কবির, কামরুল ইসলাম মেহেদী প্রমুখ।
সভায় বক্তারা সাপ্তাহিক অগ্রযাত্রা’র উত্তরোত্তর সফলতা কামনা করেন।