Monday , 19 September 2022 | [bangla_date]
  1. Dating Online
  2. Drivers Free Download
  3. Notepad++
  4. Stock Firmware
  5. Uninstall Malware
  6. Update Windows Driver
  7. Windows Registry
  8. অর্থনীতি
  9. আন্তর্জাতিক
  10. উপ-সম্পাদকীয়
  11. কুমিল্লা
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

সফল ফ্রিল্যান্সার সাকিব হোসেন হৃদয়

প্রতিবেদক
admin
September 19, 2022 8:38 pm

শাহরিয়ার ইমন জয়:

সাকিব হোসেন হৃদয়। জন্ম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে। ছোট থেকে বেড়ে উঠা ওই গ্রামেই। পড়াশোনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মধ্যমে কাজ করেন একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। পাশাপাশি গ্রামের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছেন। কম্পিউটার পয়েন্ট নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি প্রায় ১০ জন তরুণকে কাজ শিখাচ্ছেন হৃদয়। ভবিষ্যতে শিক্ষিত বেকার তরুণদের আত্ন-নির্ভরশীল করার লক্ষ্যে এই উদ্যোগ তাঁর। বর্তমানে তিনি একজন সফল ফ্রিল্যান্সার।

একান্ত সাক্ষাতকারে সাকিব হোসেন হৃদয় বলেন,একটু বৃত্তের বাইরে চিন্তা আর চেষ্টা করলেই হয়তো সুন্দর সুন্দর সব স্কিল আয়ত্তে আনা সম্ভব। বর্তমানে চাকরির অবস্থা কতটা কঠিন, তা হয়তো সবারই জানা। স্কিল বা দক্ষতা থাকলে চাকরির পেছনে দৌড়াতে হবে না। চাকরি আপনার পিছনে দৌড়াবে। নিজেই ব্যবসা শুরু করতে পারবেন কিংবা ফ্রিল্যান্সিংয়ে গড়ে তুলতে পারবেন সুন্দর ক্যারিয়ার।

নতুন তরুণদের উদ্দেশ্যে হৃদয় বলেন,আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় ব্যয় করি। যদি সময়টুকু নতুন কিছু শেখার পেছনে ইনভেস্ট করা যেত তাহলে আমরা অনেকেই হয়তো স্বপ্নের চেয়েও বহুদূর যেতে পারতাম। বর্তমানে অনলাইনে কোটি কোটি ফ্রি রিসোর্স, ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল ইত্যাদি আছে। তাই শেখার মাধ্যম আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে।

সাকিব হোসেন হৃদয়ের এই উদ্যোগটিকে ভালো চোখে দেখছেন এলাকার সচেতন মহল। এক্ষেত্রে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - কুমিল্লা