Monday , 7 June 2021 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. উপ-সম্পাদকীয়
  4. কুমিল্লা
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. নারী ও শিশু
  12. পরিবেশ
  13. পাঠকের কথা
  14. ফিচার
  15. বরিশাল

পিএসজির টাকার সঙ্গেই পারছেনা বার্সেলোনা

প্রতিবেদক
admin
June 7, 2021 8:26 am

বার্সালোনার ট্রান্সফার তালিকায় থাকা প্লেয়ারগুলো যেন হঠাৎ করেই পিএসজির পছন্দের প্লেয়ার হয়ে গেছে। আর পিএসজি সেসব প্লেয়ারদের ছো মেরে নিজেদের করে নিচ্ছে।

গত এক বছর ধরে লিভারপুল মিডফিল্ডার উইজনালডামকে নজরে রাখছিল বার্সালোনা। কথাবার্তাও হয়েছে তাদের মধ্যে। কিন্তু মৌসুম শেষে যখন এই তারকাকে দলে টানার পালা তখনই পিএসজি তাকে নিয়ে যাচ্ছে।

বার্সালোনা উইজনালডামকে যে বেতনের অফার করেছিল পিএসজি তার ডাবল বেতন দিয়ে নিয়ে গেছে।

এই ধাক্কা বার্সার কাটিয়ে উঠার আগেই বার্সার আরেক টার্গেট ম্যামপিস ডিপেইকে কেনার জন্য হাত বাড়িয়েছে পিএসজি। সাবেক ডাচ কোচ কোম্যান গত মৌসুমেই ডিপেইকে চেয়েছিল। ডিপেইও বার্সাতে আসতে চেয়েছিল এবং অনেকবার সেটা প্রকাশ্যেও বলেছিল।

কিন্তু, এখন হঠাৎ পিএসজি চলে আসায় সেটাও ভেস্তে গেছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সালোনা যে অফার করেছিল ডিপেইকে, পিএসজি তার দ্বিগুন বেতন অফার করেছে। আর ডিপেই তাই বার্সার পরিবর্তে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

About Author

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - কুমিল্লা