স্টাফ রিপোর্টার : কুমিল্লার গোমতী নদীর জীব-বৈচিত্র রক্ষাই আমাদের লক্ষ্য এই স্লোগানে, গোমতী নদী বাঁচাও আন্দোলন নামে কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাওহীদ হোসেন মিঠুকে সভাপতি ও কুমিল্লার কথা পত্রিকার সম্পাদক দেলোয়ার হোসেন জাকিরকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহ সভাপতি আবুল খায়ের, সহ সভাপতি আবু মুসা, সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন কবির ভূইয়া, প্রচার সম্পাদক আশিকুর রহমান ।
সদস্য ওমর ফারুকী তাপস, মনির হোসেন, খালেদ সাইফুল্লাহ, নেকবর হোসেন, এমদাদুল হক সোহাগ, শামসুল, আলম রাজন, মারুফ কল্প, সাইফুল ইসলাম সুমন, ফারুক আজম, অমিত মজুমদার, মেহেরাজ হোসেন শিমুল, সিয়াম হোসেন।