কুবি’র বিজয়-২৪ হলের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গতকাল বুধবার‚ (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘বিজয়-২৪ হলে’র প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল হাসান খানের সভাপতিত্বে হলের ছাদে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ এবং বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষকগণ। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ হায়দার আলী বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে গেইন করতে আসেন, ভ্যালু এড করতে আসেন। যখন আমাদের নলেজ গেইন হয়, আমরা অল্প শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত হই, সেইসাথে আমাদের অন্তরের উন্নতিও করতে হবে। অশিক্ষিত মানুষের আচরণ এবং শিক্ষিত মানুষের আচরণ এক নয়। শিক্ষা অর্জন করতে হবে আলোকিত মানুষ হওয়ার জন্যে। আপনারা শিক্ষা অর্জনের পাশাপাশি উঁচু মনের মানুষ হবেন। মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, বিজয়-২৪ হলের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা একটি পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ স্টেক হোল্ডার যারা আছি, তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করি, ভূমিকা রাখি। বিশেষ করে আমাদের একটি স্বপ্ন থাকে আমাদের নতুন প্রজন্মকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করে তোলা, যোগ্য করে তোলা।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান বলেন, আমি দেখতে পেয়েছি, লাস্ট দুই সপ্তাহ তোমরা মিলেমিশেও অনেক আনন্দ উদ্দীপনার সাথে খেলাধুলা করেছো। এতে তোমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে তা আমি স্পষ্ট দেখেছি এবং আমার সাথেও অনেকের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে এই প্রোগ্রামের কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *