স্টাফ রিপোর্টার:
জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দেশের অন্যতম জাতীয় পত্রিকা দৈনিক নাগরিক ভাবনার পঞ্চম বর্ষ অতিক্রম করে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিক বিষয়ক বর্তমান যুগের আধুনিকায়ন ডিজিটাল গণমাধ্যম ধারা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা।
২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবে দেশের সকল অঞ্চলের প্রতিনিধিদের উপস্থিতিতে এক আনন্দঘন মুহূর্তে বাংলাদেশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সাংবাদিক মিডিয়া ও যোগাযোগ বিভাগের অন্যতম প্রশিক্ষক ডা. কাবিল খান জামিল এর সুদক্ষ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে প্রায় অর্ধদিনব্যাপী প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়।
এর আগে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিফান আহমেদ এবং তৃতীয় পর্বে দেশের সকল জেলা উপজেলা থেকে আগত প্রতিনিধি সাংবাদিকদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে কেক কাটেন দৈনিক জাতীয় নাগরিক ভাবনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফরোজা সিদ্দিকী, তাছাড়া তিনি উপস্থিত সাংবাদিকদের হাতে ক্রেস্ট সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।
একপর্যায়ে মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার পক্ষে প্রশিক্ষক ড. অধ্যাপক জামিল খান । এর আগে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিফান আহমেদ উপস্থিত সকল প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিধায় এক মিলন মেলায় পরিণত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর মহেন্দ্রক্ষণ।
তিনি এ সময় আরো বলেন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কোন বিশেষ ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত না রেখে আপনাদের সকলকে আমি প্রধান অতিথি হিসেবে গণ্য করছি এবং আমি বিশেষ অতিথি এতে আপনারা সন্তুষ্ট আছেন তো তানার প্রশ্ন উত্তরে সকল প্রতিনিধি একবাক্যে বলেন হ্যাঁ আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করছি। একই সাথে উপস্থিত প্রতিনিধিদের মধ্য থেকে বেশ কয়েকজন প্রতিনিধি উল্লেখযোগ্য বক্তব্য রাখেন এবং পত্রিকাটির আগামী উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে সকল প্রতিকূলতা এবং দুর্গম পথ অতিক্রম করে এক অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পত্রিকার সকল স্তরের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমৃত দাস দেশের সকল ক্যানভাস প্রতিনিধি ইনচার্জ দৈনিক নাগরিক ভাবনা। এ সময় আরো উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা পরিষদ মন্ডলীর সম্মানিত ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানের একপর্যায়ে নাগরিক ভাবনার ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দ রেলি বের হয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।