কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ থেকে সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষায় দুই শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা হলেন আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েদা স্বর্ণালি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবাইয়াত আল মাহিম।
২৩ ফেব্রুয়ারি (রবিবার) প্রকাশিত ১৭শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।
সুপারিশপ্রাপ্ত সায়েদা স্বর্ণালি ও রুবাইয়াত আল মাহিম আজ বিকালে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষকবৃন্দ।