মার্চে ঢাকায় আসবেন হামজা

 ক্রীড়া ডেস্ক, সোনালী দেশ: এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচের জন্য কিছুদিন আগে ৩৮ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই তালিকা থেকে আজ ৮ ফুটবলারকে বাদ দিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।

কোচ হাভিয়ের কাবরেরার এবারের স্কোয়াডে জায়গা হয়নি জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, আনিসুর রহমান জিকো, হাসান মুরাদ, রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম, মেহেদি হাসান মিঠু ও সাকিব আল হাসানদের।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সৌদি আরবে প্রস্তুতি সাড়বে বাংলাদেশ দল।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। শেফিল্ড ইউনাইটেডের অক্রমণাত্মক মিডফিল্ডারের সঙ্গে অভিষেক হওয়ার অপেক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম। ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূ’ত এই ফরোয়ার্ড।

দলের অনুশীলনে যোগ দিতে আগামী ১৮ মার্চ ঢাকায় আসবেন হামজা।

আর ফাহমিদুল সরাসরি সৌদিতে হতে যাওয়া ক্যাম্পে যোগ দেবেন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্কোয়াডে থাকা বাকি ২৮ ফুটবলারকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খানের নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।

 এএফসি এশিয়ান কা সৌদ আরব-২০২৭ কোয়ালিফায়ার্সের ম্যাচটি ভারতে হবে। আগামী ২৫ মার্চ ভারতে শিলংয়ে ম্যাচটি হবে।

বাংলাদেশ দল :

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার : মো. হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী।

ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মো. ইব্রাহিম, আরিফ হোসাইন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহমিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *