চলন্ত গ্রীন লাইন বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ২০ যাত্রী।

-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল এলাকায় চলন্ত গ্রীন লাইন পরিবহনের একটি এসি বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মার্চ ২০২৫) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে চালক, সহকারী ও সুপারভাইজারসহ মোট ২০ জন আরোহী ছিলেন, তবে সৌভাগ্যক্রমে সবাই নিরাপদে বের হতে সক্ষম হন।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। পথে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসের পেছনের চাকা, ইঞ্জিন ও ভেতরের আসনগুলো সম্পূর্ণ পুড়ে যায়।খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ অংশই পুড়ে যায়।উজিরপুর থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীরা প্রচণ্ড ভীতির সম্মুখীন হন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়, তবে ফায়ার সার্ভিসের কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।বাসটির মালিকপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা করছে। তবে কীভাবে এমন ভয়াবহ আগুন লাগল, তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *