Friday , 16 July 2021 | [bangla_date]
  1. Dating Online
  2. Drivers Free Download
  3. Notepad++
  4. Stock Firmware
  5. Uninstall Malware
  6. Update Windows Driver
  7. Windows Registry
  8. অর্থনীতি
  9. আন্তর্জাতিক
  10. উপ-সম্পাদকীয়
  11. কুমিল্লা
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

সোনালী দেশ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন নাঙ্গলকোট প্রেসক্লাবের অর্থ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদক
admin
July 16, 2021 9:32 am

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সোনালী দেশ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাপ্তাহিক সময়ের দর্পণ সম্পাদক এ এফ এম শোয়ায়েব সভাপতি, দৈনিক কালের কন্ঠ ও রূপসী বাংলা’র প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল সিনিয়র সহ-সভাপতি, দৈনিক মানব জমিন ও আমাদের কুমিল্লা’র প্রতিনিধি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
২৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এএইচএম আবুল খায়ের (সমাজ কন্ঠ ও ম্যাক টিভি), সহ-সধারণ সম্পাদক বারী উদ্দিন আহম্মেদ বাবর (যায়যায়দিন ও কুমিল্লার কাগজ), সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী  (স্বদেশ প্রতিদিন ও কুমিল্লার সংবাদ), অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন (বিজয় বাংলাদেশ ও সোনালী দেশ – সম্পাদক), দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান (আজকের পত্রিকা), সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ (বিজয় টিভি) , প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস (আমাদের নাঙ্গলকোট), সাহিত্য সম্পাদক শাহানা ফেরদৌস কলি (জনকণ্ঠ), ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন (সকাল বেলা ও বর্তমান টিভি), সাংস্কৃতিক সম্পাদক এ কে এম মারুফ হোসেন (দৈনিক কুমিল্লার সংবাদ)।
সদস্যরা হলেন- খোরশেদ আলম (সাপ্তাহিক নাঙ্গলকোট), অধ্যাপক নজির আহম্মদ প্রথম প্রহর), রতন মজুমদার (ভোরের ডাক ও ময়নামতি), সোহরাব হোসেন (আলোকিত বাংলাদেশ), খোরশেদ আলম চৌধুরী (নাঙ্গলকোট টাইমস), সাফায়েত উল্লাহ মিয়াজী (দৈনিক বিজয় বাংলাদেশ ও আমাদের নতুন সময়), জসিম উদ্দিন চৌধুরী নিলয় (এশিয়ান টিভি), রবিউল হোসাইন রাজু (সিএন নিউজ), ত্বোহা হাছান স্বাধীন (নাঙ্গলকোট এক্সপ্রেস), তাজুল ইসলাম মিয়াজী (সকালের সময় ও নিউজ টেন), আব্দুর রহিম বাবলু (আলোকিত সকাল), হুমায়ন কবির (বাংলাদেশ সমাচার ও মেঘনা টিভি), প্রভাষক বাকের আহম্মদ মজুমদার (ফাল্গুণী টিভি), মুকুল মজুমদার (লাল সবুজের দেশ ও সোনালী দেশ) ও সাখাওয়াত হোসেন (সংবাদ)।
অনুষ্ঠান শেষে দোয়া-মুনাজাত, মিষ্টি বিতরণ ও নব নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - কুমিল্লা